Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

রেজিস্ট্রেশন বিভাগ এ উপমহাদেশের প্রাচীনতম একটি প্রতিষ্ঠান এবং এটি পরিচালিত হয় মাটি ও মানুষকে ঘিরে। ফলে দেশের আপামর জনগণের সাথে এ বিভাগ সম্পৃক্ত। এ বিভাগ জনসাধারণকে প্রত্যক্ষভাবে সেবা প্রদান করে থাকে। এ লক্ষ্য রেজিস্ট্রেশন আইন ও বিধিমালা প্রবর্তিত হয়ঃ

 

১৭৮১: বেঙ্গল স্ট্যার্টিউট-এর অধীনে নিবন্ধন কার্যক্রম শুরু।

১৭৯৩: ৩৬ নং বেঙ্গল রেগুলেশনের মাধ্যমে সর্বপ্রথম ঢাকায় রেজিস্ট্রি অফিস স্থাপনকরা হয়।

১৯০৮: ১৯০৮ সনে (১৯০৮ সনের ১৬ নং) উপমহাদেশের পূর্নাঙ্গ রেজিস্ট্রেশন আইনের প্রবর্তন।

১৯৮৩:  ১৯২৮ সনের বেঙ্গল রেজিস্ট্রেশন ম্যানুয়াল হালনাগাদ করে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ১৯৮৩ সনে সরকারি উদ্যোগে প্রম এবং ইংরেজিতে একমাত্র ম্যানুয়াল প্রকাশ করা হয়, যা বাংলাদেশ রেজিস্ট্রেশন ম্যানুয়াল নামে পরিচিত।

২০১৪:  ২০১৪ সালে বাংলা ও ইংরেজিতে সম্পূর্ন রম্নপে প্রকাশিত হয় নিবন্ধন ম্যানুয়াল।  বাংলাদেশে বর্তমানে দলিল নিবন্ধন ও সম্পাদনের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। জনসাধারণকে সেবা প্রদানের পাশাপাশি রেজিস্ট্রেশন বিভাগ সরকার এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের পক্ষ্যে রাজস্ব ও করাদি আহরণ করে থাকে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে জনসাধারণকে নূন্যতম সময়ের মধ্যে উন্নত সেবা প্রদানের অঙ্গিকার বাসত্মবায়নের জন্য রেজিস্ট্রেশন বিভাগের কাজে গতিশীলতা আনায়ন এবং জনসাধারণকে দ্রম্নততম সেবা প্রদান নিশ্চিত করা এই বিভাগের মূল উদ্দেশ্য।